স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১৬ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের গুমাই নদীতে অভিযান চালিয়ে ৩৭০ ঘনফুট বালু, ২টি বালুবাহী নৌকা এবং ১৬ জন শ্রমিককে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন— পিউরি গ্রামের আব্দুল বাতেন (৫০), রেজওয়ান (২৫), সুজন মিয়া (৩২), জয় মিয়া (২৩), রাজিবপুর গ্রামের আসলাম মিয়া (৩০), জনিতপুর গ্রামের রানা মিয়া (২৫), কিশোরগঞ্জের জসিম উদ্দিন (২৯), নেত্রকোনার সাগর মিয়া (২৪), হাবিবুর রহমান (৪০), মনির হাসান (২৭), ফিরোজ মিয়া (২২), শফিকুল ইসলাম (২৭), রাকিবুল হাসান (১৯), ওয়াসিম মিয়া (১৯), সাগর মিয়া (১৯), এবং রুমন মিয়া (১৯)।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে থানার এসআই আলমগীর হোসেন বাদী হয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) অনুযায়ী একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।