দিরাই প্রতিনিধি ::
দিরাই পৌরসভা বিএনপির ৯টি ওয়ার্ডে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ কমিটিগুলোর ঘোষণা দেন পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান এবং সদস্য সচিব এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী।
প্রত্যেকটি ওয়ার্ডে একজন আহ্বায়ক ও একজন যুগ্ম আহ্বায়কসহ মোট ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত কমিটিগুলোতে যাঁরা দায়িত্ব পেয়েছেন:
১নং ওয়ার্ড: আহ্বায়ক – সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক – এমরান হোসেন
২নং ওয়ার্ড: আহ্বায়ক – নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক – আশিকুর রহমান
৩নং ওয়ার্ড: আহ্বায়ক – আব্দুল হেকিম, যুগ্ম আহ্বায়ক – আবুল কালাম
৪নং ওয়ার্ড: আহ্বায়ক – জামশেদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক – চন্দন মিয়া
৫নং ওয়ার্ড: আহ্বায়ক – মুজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক – আজমান উল্লাহ
৬নং ওয়ার্ড: আহ্বায়ক – ইকবাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক – নানু মিয়া চৌধুরী
৭নং ওয়ার্ড: আহ্বায়ক – ফয়সল মিয়া, যুগ্ম আহ্বায়ক – মুরাদ মিয়া
৮নং ওয়ার্ড: আহ্বায়ক – রেজাউল করিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক – আলী আমজাদ চৌধুরী
৯নং ওয়ার্ড: আহ্বায়ক – শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক – মিলিক মিয়া
পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী জানান, গঠিত প্রতিটি কমিটিতে সক্রিয়, পরীক্ষিত এবং ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে দলীয় কার্যক্রম আরও গতিশীল হয়।