হাওর ডেস্ক::
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের সব মসজিদে আজ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রার্থনার আয়োজনের কথা রয়েছে।
এ সংক্রান্ত সিদ্ধান্ত গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়।
বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলার এ কে খন্দকার বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছু সময় পরই চীনে তৈরি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে মাইলস্টোন স্কুলের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়।
আজ মঙ্গলবার সকালে সরকারের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন এবং আরও ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।