হাওর ডেস্ক::
বিএনপি কখনোই সংবিধান ছুঁড়ে ফেলার পক্ষপাতী নয়—এ মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “গণতন্ত্র রক্ষার সংগ্রামে বিএনপি কখনো আপস করেনি। দলীয় আদর্শ ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি সবসময় অবিচল থেকেছে।”
রিজভী আরও বলেন, “গণতন্ত্রের অস্তিত্ব বারবার রক্ষা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আমাদের প্রেরণার মূল উৎস।”
সংগঠনের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষায় বিএনপি কোনো ছাড় দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। জানান, দলের বিভিন্ন জেলা পর্যায়ে সংগঠনের গঠনমূলক কার্যক্রমের পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চার থেকে পাঁচ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
রুহুল কবির রিজভী জানান, শৃঙ্খলা ও নীতিগত কঠোরতার মাধ্যমে বিএনপি ভবিষ্যতের আন্দোলন ও দলকে আরও সুসংগঠিত করে গড়ে তুলতে চায়।