1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

টেকনিক মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ১১.৫২ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
টেকনিক মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। চতুর্থবারের এ আয়োজনে ৪র্থ, ৫ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির সর্বমোট ৮২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। টেকনিক সায়েন্স ক্লাবের আয়োজনে শহরের লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শুক্রবার (১৮ নভেম্বর) পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
টেকনিক সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ আহমদ অপু বলেন, সুনামগঞ্জের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে ও শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়নে টেকনিকের বিভিন্ন আয়োজন পূর্ব থেকেই ছিল। কোভিড-১৯ এর কারণে আমরা গত দুই বছর পরীক্ষা নিতে পারি নি। এ বছর থেকে আবার আমাদের কার্যক্রম শুরু করেছি। শিক্ষার্থীদের মেধার বিকাশে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস সব সময় অব্যাহত থাকবে।
পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশিষ সরকার সাগর বলেন, এবারের পরীক্ষায় শিক্ষার্থীদের ভাল সাড়া পেয়েছি। পাশাপাশি এ বারের আয়োজন একটু ব্যতিক্রমধর্মী হওয়ায় শিক্ষক ও অভিভাবক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছি যা আগামীতে আমাদেরকে আরও ভাল কিছু করার প্রেরণা যোগাবে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কৃষ্ণ প্রিয়, ডা. ননী ভূষণ তালুকদার, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার। এছাড়াও উপস্থিত ছিলেন টেকনিক সায়েন্স ক্লাবের সহ-সভাপতি সামায়ুন রাশেদ, মাহমুদুল হাসান নাঈম প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!