তমাল পোদ্দার:
ছাতক সিমেন্ট কারখানার সমবায় সমিতির অস্থায়ী ৯০ জন শ্রমিক তাদের চাকুরী বহাল রাখার দাবীতে মানববন্ধন পালন করে। মানববন্ধন শেষে তারা কারখানার এমডি বিমল কৃষ্ণ বিশ্বাসের কাছে স্মারকলিপি প্রদান করে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে কারখানার সিবিএ কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ১ সেপ্টেম্বর কারখানার অস্থায়ী শ্রমিক ৯০ জনকে চাকুরী থেকে অব্যাহতি দেয়া হয়। দেশের প্রাচীনতম শিল্প প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কারখানায় নতুন প্রকল্প আধুনিক ড্রাই প্রসেস কাজ চলমান রয়েছে। ফলে প্রায় এক বছর ধরে কারখানার উৎপাদন ও বিপণন বন্ধ। এদিকে বেতন ভাতা পরিশোধ না করেই ছাঁটাই করা হয়েছে এসব শ্রমিককে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে বিরাজ করছে চরম অসন্তোষ ও ক্ষোভ। ওই কারনে চাকুরী বহালের দাবীসহ বিভিন্ন দাবী সম্বলিত প্লেকার্ড বহণ করে মৌন মিছিল শেষে কারখানার সিবিএ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন চাকুরীহারা শ্রমিকরা। এসব অস্থায়ী শ্রমিক স্থায়ী হওয়ার প্রত্যাশায় প্রায় ১৫-২০ বছর ধরে নূন্যতম বেতনে কাজ করে আসছে। চাকুরী হারিয়ে এখন তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ ব্যাপারে কারখানার এমডি বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, ছাঁটাইকৃত এসব শ্রমিক অস্থায়ী ভিত্তিতে শ্রমিক কর্মচারী সমবায় সমিতির অধীনে কাজ করতো। রাখা না রাখা তাদের বিষয়।