বিশেষ প্রতিনিধিঃ
দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি ও সস্প্রীতি সমাবেশ এবং শান্তি শোভাযাত্রা করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের নেতৃত্বে রমিজ বিপণিস্থ দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জেলার বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনেন নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন। তারা শহর প্রদক্ষিণ করে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহতের আহ্বান জানান। বক্তারা এ ঘটনাকে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির ষড়যন্ত্র উল্লেখ করে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এতে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি হাজি নূরুল মোমেন, আওয়ামী লীগ নেতা জুনেদ আহমদ, এডভোকেট আবদুল করিম, শঙ্কর দাশ, জেলা যুবলীগ নেতা সবুজ কান্তি দাস, নূরুল ইসলাম বজলু, জেলা ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে প্রমুখ।