স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা, কুশিয়ারাসহ প্রধান নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার সকালে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ২৫ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ৩৪ ঘন্টায় জেলায় বৃষ্টিপাত হয়েছে ৫০ মিলিমিটার। পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নিমনাঞ্চল ও সীমানরত এলাকার নিচু রাস্তাঘাট প্লাবিত হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী আতাউর রহমান জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বাড়ছে। তবে এখনো বন্যা পরিম্থিতির সৃষ্টি হয়নি।