1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিশ্বে করোনায় আক্রান্ত ১৮ কোটি ৬৩ লাখ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ১০.৩১ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৩৪ হাজার ১১৯ জন এবং মারা গেছে ৪০ লাখ ২৬ হাজার ৩৬৬ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৭ কোটি চার লাখ ৭০ হাজার ৫০৬ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ১৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৭৭ হাজার ৮২২ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ৮৯৬ জন এবং মারা গেছে ছয় লাখ ২২ হাজার ২১৩ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি সাত লাখ ৪৩ হাজার ১৩ জন এবং মারা গেছে চার লাখ পাঁচ হাজার ৫২৭ জন।

ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৮৯ লাখ ৬২ হাজার ৭৮৬ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৩০ হাজার ৩৪৪ জন।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!