ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জের ভীমখালি ইউনিয়নে আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার বিকেলে ইউনিয়নের মল্লিকপুর বাজারে এ ঘটনা ঘটে। জানাযায়, হারাকান্দি গ্রামের মৃত আজহার আলীর ছেলে আখের (৩৫)-কে জামালগঞ্জ থানার এসআই সাইফুল্লাহ আখন্দ সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসছিলেন। এ সময় আসামি আখের হঠাৎ চিৎকার করতে থাকলে তার আত্মীয়-স্বজনরা অতর্কিত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে এসআই সাইফুল্লাহ, কনস্টেবল ফখরুল ইসলাম মিন্টু আহত হন। গুরুতর আহত এসআই সাইফুল্লাহ জামালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জামালগঞ্জ থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, এ ব্যাপারো কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।