1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিলেটে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম ২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ কাদের সিদ্দিকী বললেন: বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ২০ লাখ শিশু ঝুঁকিতে : ইউনিসেফ

শেখ হাসিনার ভিশন ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে নৌকার বিজয়ের বিকল্প নেই: মানিক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ৩.২১ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সব ধরনের ত্যাগ স্বীকার করে আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নে নৌকার বিজয় ছাড়া কোন বিকল্প নেই। শেখ হাসিনা সরকারের করা বিগত ১০ বছরের উন্নয়ন স্মরণীয় ও গৌরবের। ঈর্ষনীয় উন্নয়ন ও গৌরবের পথ অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে নৌকার বিজয়ের মাধ্যমে মানবাতার মা শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাস্থ করা সম্ভব হবে না।
মঙ্গলবার সকালে ছাতক শহরের পুরাতন কাষ্টম রোডে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিগত দিনে চলার পথে অনাকাঙ্খিত ভুল-ক্রুটির জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক, ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোহাম্মদ লাহিন মিয়া, আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রিয় সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, গয়াছ আহমদ, আব্দুল হেকিম, সায়েস্তা মিয়া, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আজমান আলী, চান মিয়া চৌধুরী, এডভোকেট আশিক আলী, আফজাল হোসেন, আওয়ামীলীগ নেতা পীর মোহাম্মদ আলী মিলন, মুক্তিযোদ্ধা হাজী পিয়ারা মিয়া, নিজাম উদ্দিন বুলি, আলহাজ্ব গোলাম মোস্তফা, নাইমুর রাজা চৌধুরী, এখলাছুর রহমান, আব্দুল মান্নান, আফতাব উদ্দিন, আব্দুল আওয়াল, দবিরুল ইসলাম, আরশ আলী, সাব্বির আহমদ, মাফিজ আলী, আবুল হাসনাত, মতিউর রহমান, আব্দুল খালিক, ফিরোজ আলী, গিয়াস মিয়া, ফজলে করিম লিলু, সিরাজুল হক, জামাল আহমদ, সুনামগঞ্জ স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, যুগ্ম সম্পাদক কবির আহমদ, আল ইসলাহ ছাতক দক্ষিন সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক, সাধারন সম্পাদক মাওলানা শফিক উদ্দিন, দোয়ারা পূর্ব সভাপতি কাউসার উদ্দিন, ছাতক উত্তর সভাপতি এমএ মতিন, সাধারন সম্পাদক কবির আহমদ, শ্রমিকলীগ নেতা স্বপন তরফদারসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!