স্টাফ রিপোর্টার::
বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জাসদ (রব) এর প্রার্থী সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন জমাদানকারী হাসন রাজার পৌত্র দেওয়ান ইস্কান্দার রাজা চৌধুরী (সুবক্ত রাজা) মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার দুপুরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে প্রত্যাহারের আবেদন করেন। জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এডভোকেট ফজলুল হক আছপিয়া সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন। দেওয়ান ইস্কান্দার রাজা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এডভোকেট ফজলুল হক আছপিয়ার পক্ষে কাজ করতে ফ্রন্টের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।