1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ কাদের সিদ্দিকী বললেন: বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ২০ লাখ শিশু ঝুঁকিতে : ইউনিসেফ বন্যার্তদের সহায়তায় সোহরাওয়ার্দীতে সিনেমার প্রদর্শনী ছাত্রলীগের সাবেক নেতা পান্নার ‍মৃত্যু নিয়ে কথা বললো মেঘালয় পুলিশ

ছাতকে ইউপি চেয়ারম্যান বিল্লালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮, ৩.৪০ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ছাতক::
ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের পুরাতন মৈশাপুর গ্রামের ফারুক মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমেদকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ছাতক উপজেলা।
মঙ্গলবার দিনব্যাপী উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ, ধারন বাজারে আঞ্চলিক আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, জাউয়া বাজারে আ,লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে সাবেক ইউপি চেয়ারম্যান ফজর উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আজিজুল হক জাহাঙ্গীরের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ,লীগের সদস্য, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আরজক আলী, নুরুল আমিন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আ,লীগ নেতা হাবিবুর রহমান মোশাররফ, কালারুকা ইউপি আ,লীগের সভাপতি আফতাব উদ্দিন, আ,লীগ নেতা আসকির আলী, নুরুল ইসলাম প্রমুখ।
বিকালে ধারনবাজারে, সাবেক ইউপি চেয়ারম্যান আরজক আলীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, আ,লীগ নেতা আফজাল হুসাইন, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, আওলাদ হুসেন মাষ্টার, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান মুরাদ হুসাইন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ।
বক্তব্য রাখেন উত্তর খুরমা ইউপি আ,লীগের সভাপতি ফজর উদ্দিন, সহ-সভাপতি নজরুল ইসলাম সুন্দর, সাধারণ সম্পাদক এড, শামছুর রহমান, কালারুকা ইউপি আ,লীগের সভাপতি আফতাব উদ্দিন, দক্ষিণ খুরমা ইউপি আ,লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, আ,লীগ নেতা আছকির আলী, অতুল দেব, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক লুত্ফুর রহমান, ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি হারুন মিয়া, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন।
পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ছাতকের কিছু কুচক্রি মহল উত্তর খুরমা ইউপির সন্তান ফারুক মিয়ার প্রকৃত হত্যাকারীকে আড়াল করে রাখতে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অতীতের ন্যায় নৌকার পরাজয়ের লক্ষ্যে ফায়দা নীলনকশা করতেছে একাত্তরের পরাজিত শক্তি। তারা প্রকৃত খুনিদের আড়াল করতে অপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। উল্লেখ্য অপপ্রচারকারীরা রাজনৈতিকভাবে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের রাজনৈতিক বিরোধী শক্তি হিসেবে পরিচিত।
তারা বলেন, ছাতকের মানুষ সবসময় ঐ কুচক্রি মহলকে আস্তাকুরে ফেলেছে। বর্তমানেও ছাতকবাসী ঐক্যবদ্ধ। স্বাধীনতা বিরুধী ঐ শক্তি যাতে মাথাঝাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে লক্ষ রাখার জন্য সকলকে আহ্বান জানানো হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!