স্টাফ রিপোর্টার:
সুনামগঁঞ্জ সদর উপজেলার গৌরারংয়ে এক তরুণিকে বাড়ির বারান্দা থেকে তুলে নিয়ে ধর্ষন করেছে এক যুবক। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেছে পরিবার। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। মামলার পর পালিয়ে গেছে বখাটে যুবক সোহেল মিয়া।
পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, গৌরারং ইউনিয়নের দামপাড়া গ্রামের এক তরুণি ঘরের বারান্দায় দাড়িয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কথা বলছিলেন। এসময় প্রতিবেশি গোলাম মোস্তফার ছেলে সোহেল মিয়া (২৬) ওই তরুণিকে মুখে কাপড় গুঁজে অস্ত্রের মুখে তুলে নিয়ে গ্রামের জঙ্গলে ধর্ষণ করে। মেয়েটি এক পর্যায়ে তার কবল থেকে মুক্ত হয়ে পরিবারের কাছে এসে পুরো ঘটনা খুলে বললে রাতেই পরিবারের লোকজন মেয়েটিকে থানায় নিয়ে আসেন। থানায় আসার পর পুলিশ তরুণিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠিয়েছে। এ ঘটনায় বুধবার সকালে ধর্ষিতার পিতা থানায় ধর্ষক সোহেল আহমদের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করেছেন।
সদর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, তরুণি ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে।