1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি মল্লিক মঈনুদ্দিন, সেক্রেটারি সৈয়দ জিয়াউল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ৩.২৮ পিএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মল্লিক মঈনুদ্দিন সোহেল ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ জিয়াউল ইসলাম বিজয়ী হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আইনজীবী মিলনায়তন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচক ম-লী।
সভাপতি পদে মল্লিক মঈন উদ্দীন সোহেল ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. চঁাঁন মিয়া পেয়েছেন ১১০ ভোট। সাধারণ সম্পাদক পদে সৈয়দ জিয়াউল ইসলাম ২০৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী মো. মিজানুর রহমান পেয়েছেন ১২৯ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে মো. হুমায়ুন কবির, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সবিতা চক্রবর্তী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে মো. আব্দুল মজিদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন শামসুল করিম হিরন, সহকারি কমিশনারের দায়িত্ব পালন করছেন শাহাব উদ্দিন চৌধুরী ও শহীদুল হাসমত খোকন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!