1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

জগন্নাথপুরে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৮৬

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ১২.১৪ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
রবিবার অনুষ্ঠিত সমাপনী পরীক্ষার প্রথম দিনে হাওরাঞ্চল বলে খ্যাত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অনুপস্থিত ছিল ২৩৫ জন শিক্ষার্থী। এছাড়াও মাদ্রাসা বোর্ডে অনুপস্থিত ছিল ৮৬ জন শিক্ষার্থী। এই উপজেলায় অনুপস্থিতির হার সবচেয়ে বেশি।
স্থানীয় শিক্ষা অফিস সুত্র জানায়, এবারের সমাপনী পরীক্ষায় ১৮টি কেন্দ্রে মোট ৫হাজার দুই ১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৩৫ জন। এছাড়া ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৮শত ৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে অনুপস্থিত ছিল ৮৬ জন।
জগন্নাথপুরের হাওরপাড়ের কৃষক নেতা সিদ্দিকুর রহমান জানান, ফসলহারিয়ে হাওরপাড়ের লোকজন খুবই কষ্টে দিন কাঁটছে। নলুয়া হাওরের বেষ্টিত চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দুইটি কেন্দ্রে সমাপনী পরীক্ষার প্রথম দিন অনুষ্ঠিত ছিল ২৯ জন। ফসলডুবি প্রভাব কিছুটা পরীক্ষায় পড়েছে বলে মনে হচ্ছে।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, হাওরাঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব পড়েনি। এবারের সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল শতকরা ৯৬ ভাগ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!