জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ ২০জন আহত হয়েছে। এর মধ্যে ৪ জনকে সিলেটে ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা ১টার দিকে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ভাতগাঁও নামকস্থানে এ দূর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে জগন্নাথপুরের উদ্যোগে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ২০ জন যাত্রী আহত হন। গুরুত্বর আহতাবস্থায় বলরাম রায়, তাহেরা বানু, মুজিবুর রহমান ও ছালিক মিয়াকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে কিচিৎসাধীন রয়েছেন।
জগন্নাথপুর-সিলেট সড়কের বাস মালিক সমিতির সভাপতি নিজামুল হক দূঘর্টনার সত্যতা নিশ্চিত করেছেন।