স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে স্থাপনের দাবিতে প্রচার সভা করেছে আন্দোলন কমিটি। শনিবার (২১ জুন) দুপুরে শহরের ডাচবাংলা ব্যাংক মোড় এলাকায় অনুষ্ঠিত সদরের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
সুবিপ্রবির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শামসুদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য দেন অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, অ্যাডভোকেট শেরেনুর আলী, অ্যাডভোকেট এনাম আহমেদ, অ্যাডভোকেট রুহুল তুহিন, এনসিপি কেন্দ্রীয় নেতা অনিক রায় প্রমুখ।
বক্তারা বলেন, সুনামগঞ্জ সদরকে অবহেলা করে বিশ্ববিদ্যালয় শান্তিগঞ্জে স্থাপনের অপচেষ্টা চলেছে। এখনো বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ হয়নি, অথচ হাওরের প্রকৃতি নষ্ট করে নির্মাণের প্রক্রিয়া চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের জন্য শহরের আশপাশেই সরকারি খাসজমি রয়েছে, যেখানে স্থাপনা সম্ভব। তাই আমরা স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে চাই।
উল্লেখ্য সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখার হাওরের পাড়ে শান্তিগঞ্জ ও সদর উপজেলায় নির্মিত হবে। স্থান চিহ্নিত হলেও এখনো অধিগ্রহণ হয়নি।
বক্তারা আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুনামগঞ্জে একচোখা উন্নয়ন হয়েছে।তখন একজন প্রভাবশালী সাবেক মন্ত্রী শান্তিগঞ্জকে জেলার কেন্দ্র বানাতে চেয়েছেন। তাঁর মনের সংকীর্ণতাই আজকের সংকটের মূল। আমরা এই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। আমরা চাই জেলা সদরে স্থাপিত হোক বিশ্ববিদ্যালয়। বক্তারা আরো বলেন,বিশ্ববিদ্যালয় কোথায় হবে, তা নির্ধারণ করবে সুনামগঞ্জের জনগণ, কোনো চক্রান্তকারী নয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাইফুল্লা হাসান, নজরুল ইসলাম, শাহ মো. ফরহাদ, চেম্বার পরিচালক জি এম তাশহিজ, মো. এমদাদুল হক শাহজাহানসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।
সভা শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয়।