হাওর ডেস্ক::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সহপাঠীর দ্বারা সংঘটিত ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড এবং তাদের ছাত্রত্ব বাতিলের দাবিতে শুক্রবার (২০ জুন) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গোলচত্বর থেকে শুরু হওয়া এই মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে রূপ নেয়। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগানে প্রকম্পিত করেন বিশ্ববিদ্যালয় চত্বর।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসাইন বলেন, “ধর্ষকের মানবিক পরিচয় থাকার কোনো অধিকার নেই। এরা পশুত্বকেও হার মানায়। আমাদের দাবি, প্রশাসন যেন অবিলম্বে অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল করে।”
একই বিভাগের শিক্ষার্থী রাফিয়া তাসকিন নূর দোলা বলেন, “বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানেও মেয়েরা যদি নিরাপদ না থাকে, তাহলে কোথায় নিরাপত্তা থাকবে? আমরা এই জঘন্য ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড দাবি করছি।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী জেমিমা জামান সেলিয়া, তাসফিয়া ফরহাদ ঐশি, মীম, মিনহাজ হোসেন ও নুরুদ্দীন রাজু।
শিক্ষার্থীরা জানান, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে শুধু একজন নারী নয়, সমগ্র সমাজ ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি কলঙ্কিত হয়েছে। তাই প্রশাসনের উচিত অবিলম্বে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।