স্টাফ রিপোর্টার::
হাসিনা সরকারের আমলে প্রবাসী নেতৃবৃন্দ দেশে আসতে বাধাগ্রস্ত হয়েছেন -কলিম উদ্দিন মিলন
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, যুবদল যুক্তরাজ্য শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি বিএনপি নেতা হুমায়ূন কবির সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে বিপুল সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার দুপুরে বিমানবন্দরে পৌঁছার পর এই সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন।
এসময় কলিম উদ্দিন মিলন বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চরম নির্যাতন ও হয়রান শিকার হয়েছেন। তাদেরকে বিভিন্ন মিথ্যে এবং হয়রানিমুলক মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এমনকি পতিত সরকারের কারণে প্রবাসী নেতৃবৃন্দ দেশে আসতেও বাধাগ্রস্ত হয়েছেন। জুলাই- আগস্ট অভ্যুত্থানের পর নেতৃবৃন্দ এখন নিরাপদে দেশে ফিরতে পারছেন। এরই ধারাবাহিকতায় হুমায়ূন কবিরসহ বিভিন্ন নেতৃবৃন্দ দেশে আসছেন।
এ সময় বিমানবন্দরে হুমায়ূন কবিরের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা, বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক আজাদ মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম নুরুল, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিম জেহিন, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ আহমদ চমন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সাবেক ওয়ার্ড কমিশনার আব্দুল কাদির শামছু, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি লায়েক আহমদ, মহানগর যুবদলের সহ-সভাপতি মামুন আহমেদ মিন্টু, মহানগর যুবদলের সহ-সভাপতি আমিন আহমেদ, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাজির আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মিছবাহ আহমেদ জেহিন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জহির চৌধুরী প্রমুখ।
এরপর বিমানবন্দর থেকে হুমায়ূন কবির ও আজাদ মিয়াকে নিয়ে গাড়ির বহর যায় তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার কাইতকুনা গ্রামে। সেখানেও এলাকাবাসী ও রি- জেনারেশন সামাজিক সংগঠন এবং জামেয়া দাওয়াতুল কুরআন মাদ্রাসা কমিটির পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।