স্টাফ রিপোর্টার::
পাহাড়ি ঢল ও বর্ষণে সুনামগঞ্জে নদ নদীর পানি বেড়েছে। সুনামগঞ্জের পাদদেশে অবস্থিত ভারতের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণের কারণে নদ নদীর পানি বাড়ছে। তবে এখনো সুনামগঞ্জের প্রধান নদী সুরমা নদীর পানি বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, গত দুদিন ধরে সুনামগঞ্জেও ভারী বর্ষণ হচ্ছে। চেরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় ৩০৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সুনামগঞ্জে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।