ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় সাবেক ইউপি সদস্যের লিঙ্গ কর্তনের অভিযোগ ওঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে।
৬ আগস্ট গভীর রাতে জেলার ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউপির দিকচান গ্রামের সাবেক মেম্বার আজাদ হোসেন (৩৫) একই গ্রামের এক গৃহবধুকে (২৭) কে ধর্ষন চেষ্টা কালে তার লিঙ্গ কর্তন করা হয়।
গৃহবধূর অভিযোগ, সাবেক ইউপি সদস্য আজাদ হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে ওই গৃহবধূ সম্ভ্রম রক্ষায় ধারালো ব্লেড দিয়ে আজাদ হোসেনের লিঙ্গ কেটেদেন। গুরুতর আহত আজাদ কে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপা বলেন, মহিলার অভিযোগ সাবেক ইউপি সদস্য তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় তিনি সম্ভ্রম রক্ষায় লিঙ্গ কর্তন করেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভিকটিম মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।