দোয়ারাবাজার প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই বেলজিয়াম প্রবাসী রিজু আহমেদ ও মাহবুব মিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ধনপুর গ্রামে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী।
এতে গরিব ও অসহায় প্রায় ২শ’ জনকে বিনামূল্যে চোখের চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া চোখের ছানিপড়া ২৫ জন রোগীর ফ্রি অপারেশনের ব্যবস্থা করা হয়।
সিলেট ভিউ’র খবর নিয়মিত পেতে
দিয়ে যুক্ত থাকুন
এসম উপস্থিত ছিলেন ইমরান আহমেদ, মাহবুব মিয়া, মহিবুর রহমান, মিনহাজ, ছদরুল ইসলাম, জায়েদ আহমেদ প্রমুখ।