স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার হোসেনপুর গ্রামে গিয়ে বেসরকারি সংস্থা ব্রাকের আলট্রা-পওর গ্রাজুয়েশন প্রোগ্রাম পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। সোমবার দুপুরে তিনি সরেজমিন গ্রামে গিয়ে সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন। এসময় সুবিধাভোগীরা ব্রাক প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধাপ্রাপ্তির কথা জানান জেলা প্রশাসককে। তিনি পরিকল্পিত পরিবার গঠনসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তাদের আহ্বান জানান। সুবিধাভোগীদের অভিজ্ঞতার কথা শুনে জেলা প্রশাসক ব্রাকের আল্ট্রা পুওর কর্মসূচির প্রশংসা করেন।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, ব্রাকের ডিভিশনাল ম্যানেজার (পিএসইউ) রিপন চন্দ্র ম-ল, ব্রাক জেলা সমন্বয়ক একে আজাদ, আঞ্চলিক ব্যবস্থাপক (ইউপিজি) আনিছুজ্জামান বাবুল প্রমুখ।