শাল্লা প্রতিনিধিঃ
শাল্লা উপজেলার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় দুই আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। গত সোমবার রাত সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হবিবপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সুবল চন্দ্র দাস ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাল্লা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আবুল লেইছ চৌধুরী।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করায় শাল্লায় আওয়ামীলীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।