বিশেষ প্রতিনিধি :
তাহিরপুরে যৌতুকের দাবী পূরণ না করায় স্ত্রীকে হাত, পা বেঁধে নদীতে ভাসিয়ে দিয়ে হত্যাচেষ্টা ঘটনায় তাহিরপুর থানায় দায়েরকৃত মামলার প্রধন আসামী নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী আবু তাহের জান্নাত কে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ।
মঙ্গলবার সকালে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার তদন্দকারী কর্মকর্তা (আইও) এস আই মোহাম্মদ জয়নাল আবেদিন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া বাজারের সামনে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আবু তাহের জান্নাত দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের সাজিদ মিয়ার ছেলে।
উল্লেখ্য: ৩১ জুলাই শুক্রবার রাতে তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের বাদলারপাড় গ্রামে মাইফুল নেছা (২৩) নামের এক গৃহবধূকে যৌতুকের দাবি মেটাতে না পারায় তার স্বামী, শ্বশুর ও দুই দেবর মিলে হাত পা বেঁধে মুখে কস্টেপ লাগিয়ে হত্যার উদ্দেশ্যে বাড়ির পার্শ্ববর্তী ভাঙারখাল নদীতে ভাসিয়ে দেয়ার সময় প্রতিবেশীরা টের পেয়ে অসুস্থ্য অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার পর থেকে স্বামী, শ্বশুর, দুই দেবর পলাতক ছিল।
এ ঘটনায় শনিবার রাতে নির্যাতিত গৃহবধূ মাইফুল নেছা বাদী হয়ে স্বামী আবু তাহের জান্নাত, শ্বশুর সাজিদ মিয়া, দেবর বাবুল মিয়া, জাকির হোসেন ও মামা শ্বশুর উপজেলার টেন্ডেলপাড়া গ্রামের আলী হোসেনকে আসামী করে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করে।
জান্নাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ
মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ শেষে আবু তাহের জান্নাতকে আদালতে সোপর্দ করা হবে।