স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় ৭০ জন আক্রান্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় প্রদত্ত আজ ২১ জুলাইয়ের তথ্যে একথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় ১৩৯টি রিপোর্ট আসে। যার মধ্যে ৪২ জন করোনা পজেটিভ। এছাড়াও গত ২৪ ঘন্টায় ৫৫ জনের এন্টিজেন নমুনা থেকে আরো ২৮ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। নমুনা ও এন্টিজেন্ট টেস্ট মিলিয়ে ৭০ জনের করোনা পজেটিভ এসেছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, সুনামগঞ্জে করোনা সংক্রমণ হার কিছুটা বেড়েছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে আরো সচেতন হতে হবে।