স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে চকবাজার এলাকায় বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে ময়না মিয়া (৩২) নামের ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব-৯ সিপিসি-৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল চকবাজার পয়েন্টে অভিযান চালায়। এসময় উপজেলার দৌলতপুর গ্রামের ময়না মিয়াকে পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আটক করা হয়।
সুনামগঞ্জ র্যাব সিপিসি-৩ এর সহকারি অধিনায়ক মো. আফজাল হোসেন বলেন, গুলিসহ পিস্তুল উদ্ধার করা হয়েছে আটককৃতের কাছ থেকে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।