স্টাফ রিপোর্টার::
কিশোরগঞ্জের কুলিয়ারচর মডেল স্কুল এলাকা থেকে অপহৃত ৯ম শ্রেণির ছাত্রী রিয়া মনিকে সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব ৯ এর একটি দল। এসময় অপহরণকারি চক্রের রাজিব নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে জগন্নাথপুরের শ্রীরামশি এলাকায় অভিযান চালিয়ে উদ্ধারের পর বিকেলে র্যাব-৯ সিপিতি-৩ সুনামগঞ্জ ক্যাম্পে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আফজাল হোসেন জানান, অপহরণকারি রাজীব কিশোরগঞ্জের মানিকদী এলাকার মোঃ শহিদ মিয়ার ছেলে। গত ১৯মার্চ সকালে স্কুলছাত্রী রিয়া মনি কুলিয়ারচর মডেল স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। এ বিষয়ে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করা হয়েছে।