1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে সুদখোরের অত্যাচার সইতে না পেরে চিরকুট লিখে আত্নহত্যা করলেন ব্যবসায়ী যুক্তরাজ্যে স্ত্রীকে নির্মমভাবে খুনের দায়ে বাংলাদেশির ২৮ বছরের কারাদণ্ড মধ্যনগর বালু স্তূপের উপর থাকা এক নবজাতক উদ্ধার দিরাই পৌর বিএনপির ৯টি ওয়ার্ড কমিটি গঠন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের জোয়ার আনতে চান মনোনয়ন প্রত্যাশী মাহবুব তাহিরপুরে কোটি টাকার সাদা পাথর মাত্র ১৬ লাখে নিলাম! কানাডা ও যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে কড়াকড়ি: নতুন দুঃসংবাদ উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭, চিকিৎসাধীন ৭৮ উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানি: রাষ্ট্রীয় শোক পালিত মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে: দাবি মেনে নেওয়ার ঘোষণা উপদেষ্টা দিলেন আসিফ নজরুলের

দিরাই হাসপাতালের এম্বুলেন্স সচল করে নিজ খরচে চালক দিলেন ব্যারিস্টার ইমন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ৫.২৯ পিএম
  • ৫৯৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এবার দিরাই উপজেলা স্বাস্থ্য কমপপ্লেক্সের বিকল এম্বুলেন্স সচল করে নিজের তহবিল থেকে বেতন দিয়ে একজন চালক নিয়োগ দিয়েছেন। এর আগে গত ৯ এপ্রিল সুনামগঞ্জ সিভিল সার্জনন কার্যালয়কে করোনা রোগের সেবায় ব্যবহারের জন্য একটি এম্বুলেন্স দান করেছিলেন তিনি। বর্তমানে ওই এম্বুললেন্সটি করোনা রোগের নমুনা সংগ্রহে স্বাস্থ্যকর্মীদের যাতায়াতসহ করোনা সংক্রান্ত সেবায় নিয়োজিত রয়েছে। মঙ্গলবার বিকেলে দিরাই উপজেলা হাসপাতালের সরকারি এম্বুলেন্সটি সংস্কার করে সুনামগঞ্জ সিভিল সার্জনকে সমঝে দিয়ে তার নান্দকি ফাউন্ডেশন থেকে একজন চালকও প্রদান করেন। করোকালে এই চালকের বেতন বহন করবেন ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় বছর খানেক ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এম্বুলেন্সটি বিকল হয়ে সিলেট টাটা কম্পানির ওয়ার্কশপে পড়েছিল। এম্বুলেন্সের চালক না থাকায় স্বাস্থ্য বিভাগও এটির খোঁজ খবর নিচ্ছিলনা। সম্প্রতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বিষয়টি অবগত হয়ে সিলেটের টাটা কম্পানির ওয়ার্কশপের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ এটি দ্রুত সচল করার আহ্বান জানান। জানা গেছে এক সময় ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের প্রতিষ্ঠান টাটা কম্পানির লিগ্যাল এডভাইজার হিসেবে কাজ করতো। এই সুবাদে তিনি তাদেরকে দ্রুত এম্বুলেন্সটি মেরামত করে দেওয়ার আহ্বান জানালে গত সোমবার রাতে সেটি সংস্কার করে সুনামগঞ্জে পাঠিয়ে দেয় কম্পানি। এদিকে চালক না থাকায় দিরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনকে তার স্বেচ্ছাসেবী সংগঠন নান্দনিক ফাউন্ডেশন থেকে একজন চালক দেওয়ার অনুরোধ জানালে তিনি সেটা সাদরে গ্রহণ করে আজ একজন চালক নিয়োগ দেন। পরে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন ও ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন আনুষ্ঠানিকভাবে এম্বুলেন্সটি দিরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছ তেকে হস্থান্তর করেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় করোনা সংক্রান্ত বিষয়ে ব্যবহারের জন্য একটি এম্বুলেন্স প্রদান করেছেন। এই এম্বুলেন্সটি এখন আমরা ব্যবহার করে অনেক কাজ করতে পারছি। আজ তিনি আমাদের বিকল এম্বুলেন্সটি সংস্কার করে নিজের তহবিল থেকে বেতন দিয়ে একজন চালক নিয়োগ দিয়েছেন। আমরা স্বাস্থ্যবিভাগ উনার প্রতি কৃতজ্ঞ।
ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন এই দুঃসময়ে মানুষের পক্ষে কাজ করতে। আমি উনার একজন কর্মী হিসেবে আদেশ পালন করার চেষ্টা করছি। আর্ত মানবতার সেবায় আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!