স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ে লম্পট মামা কর্তৃক ৭ বছরের এক কন্যা শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনার প্রায় ১০দিন পর নারী ও শিশু নির্যাতন মামলা দায়েরের পর পুলিশ লম্পট ওই মামা সিরাজ মিয়া (৫৫) কে বৃহষ্পতিবার রাতে গ্রেফতার করেছে। সিরাজ মিয়া উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ারকাপন গ্রামের বাসিন্দা। নির্যাতিতার মামা বাদী হয়ে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে লম্পট সিরাজ মিয়া ও তার স্ত্রী সৈয়দা বেগম (৩৫) কে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ২২, তারিখ ২৯-১২-১৬ইং।
মামলার এজহার সুত্রে জানা যায়, নির্যাতিতা শিশু কন্যাটি কলিয়ারকাপন মামার বাড়ি থেকে কলিয়ারকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখা পড়া করে। গত ২০ ডিসেম্বর দুপুরে পার্শবর্তী বাড়ীর লম্পট সিরাজ মিয়া (মায়ের চাচাতো ভাই) মোবাইলে ছায়াছবি দেখানোর কথা বলে ফুসলিয়ে তার ঘরে নিয়ে গিয়ে শিশুকন্যাটিকে যৌন নির্যাতন করে। নির্যাতনের ফলে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। তাৎক্ষণিকভাবে মেয়েটিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
সেখানে এক সপ্তাহ চিকিৎসা সেবা নিয়ে গত ২৯ ডিসেম্বর নির্যাতিতা মেয়েটিসহ দিরাই থানায় উপস্থিত হয়ে অভিযোগ দাখিল করে।
ঐদিনই দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে কলিয়ারকাপন থেকে লম্পট সিরাজ মিয়াকে গ্রেফতার করে। শুক্রবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, অভিযোগ দাখিলের সাথে সাথেই আসামী গ্রেফতার করা হয়, এবং সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।