স্টাফ রিপোর্টার ::
শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠের উপজেলা প্রতিনিধি জয়ন্ত সেন-এর ওপর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সুনামগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ শহীদনুর আহমদের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিজন সেন রায়, অধ্যক্ষ রবিউল ইসলাম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হেলাল, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, ৭১ টেলিভিশন ও দৈনিক কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি শামস শামীম, আশিকুর রহমান পীর প্রমুখ।
এ সময় বক্তারা সাংবাদিক জয়ন্ত সেনের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী ও মদদদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।