1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে সুদখোরের অত্যাচার সইতে না পেরে চিরকুট লিখে আত্নহত্যা করলেন ব্যবসায়ী যুক্তরাজ্যে স্ত্রীকে নির্মমভাবে খুনের দায়ে বাংলাদেশির ২৮ বছরের কারাদণ্ড মধ্যনগর বালু স্তূপের উপর থাকা এক নবজাতক উদ্ধার দিরাই পৌর বিএনপির ৯টি ওয়ার্ড কমিটি গঠন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের জোয়ার আনতে চান মনোনয়ন প্রত্যাশী মাহবুব তাহিরপুরে কোটি টাকার সাদা পাথর মাত্র ১৬ লাখে নিলাম! কানাডা ও যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে কড়াকড়ি: নতুন দুঃসংবাদ উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭, চিকিৎসাধীন ৭৮ উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানি: রাষ্ট্রীয় শোক পালিত মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে: দাবি মেনে নেওয়ার ঘোষণা উপদেষ্টা দিলেন আসিফ নজরুলের

‘শান্তিপূর্ণ উপজেলাগুলোতে আগে ভোট’

  • আপডেট টাইম :: রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯, ১০.৫৮ এএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
শান্তিপূর্ণ (পিসফুল) অবস্থা বিরাজ করছে এমন উপজেলাগুলোতে আগে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। রবিবার (৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশন ভবনে পঞ্চম উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আমাদের কাছে যে সমস্ত এলাকায় পিসফুল কন্ডিশন প্রতিয়মান হচ্ছে, ওই সমস্ত জেলা এবং উপজেলাগুলোতে আগে ভোট নিতে চাই।’
ইসি সচিব উদাহরণ দিয়ে বলেন, ‘গ্রেটার কুমিল্লা, নোয়াখালী এরপর চট্টগ্রাম জেলা এগুলোতে স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে অনেকগুলো কেন্দ্রে গণ্ডগোল হয়েছে। সুতরাং আমরা ওগুলো পরে করবো। যেসব পিসফুল এলাকা ওইগুলোতে আগে থেকে শুরু করবো।’
ইসি সচিব বলেন, ‘পার্বত্য তিন জেলায় আমরা একত্রে নির্বাচন করবো। যেহেতু ওখানে কিছু সন্ত্রাসী গ্রুপ আছে। তিন পার্বত্য জেলা একত্রে করলে আমরা শেষ করতে পারবো। এইভাবে আমরা একটি পরিকল্পনা করেছি। আজকে (রবিবার) আমরা কমিশন সভায় উপস্থাপন করবো। তারা অনুমোদন করলে এ বিষয়ে আপনাদের জানিয়ে দেবো।’
বিএনপি জোটের উপজেলা নির্বাচন বর্জনের প্রতি ইঙ্গিত করে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘একটি বৃহত্তর রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না এজন্য দল থেকে একজনকে নোমিনেশন দিলেও দলের বাইরে থেকে অনেকেই কিন্তু নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করবে। ভাইস চেয়ারম্যান অনেকটা ওপেন। দলীয় প্রতীক যেহেতু দিচ্ছে না, স্বাভাবিকভাবেই অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান এমনকি ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াবে। এজন্য এবারের নির্বাচন চ্যালেঞ্জিং হবে।’
সচিব বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকেই প্রথম পর্যায়ের যে উপজেলা পরিষদ নির্বাচন হবে তার তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে, পাঁচটি ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম চারটি ধাপ মার্চের মধ্যেই শেষ করতে চাই। অনেক পরে যাদের প্রথম সভা হয়েছে সেগুলো আমরা শেষ ধাপে করবো।’
ইসি সচিব বলেন, ‘সদর উপজেলা পরিষদে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে এমন সিদ্ধান্ত হয়েছে। সদর উপজেলার প্রত্যেকটা কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। এতদিন আমাদের বিধিমালা ছিল না। পরিপত্রের মাধ্যমে এ পর্যন্ত যতগুলো করেছি জাতীয় সংসদ ছাড়া সিটি করপোরেশনগুলোতে পরিপত্রের মাধ্যমে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করেছি। এবার আমরা ইভিএম ব্যবহার করতে চাই উপজেলা পরিষদে। ব্যবহার করতে গেলে ইভিএম বিধিমালা প্রণয়ন করা দরকার। ইতোমধ্যে কমিশন বিধিমালাটি অনুমোদন করেছেন। আমরা শিগগিরই এটা আইন মন্ত্রণালয়ে পাঠাবো। ওখান থেকে ভেটিং হয়ে আসলে এটা ব্যবহারে আমরা আইনগত ভিত্তি পেয়ে যাবো। বাকি সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভাতেও ইভিএম ব্যবহার করার পরিকল্পনা নির্বাচন কমিশনের আছে।’
ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, ইটিআইয়ের পরিচালক মো. ফরহাদ হোসেন ও বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!