দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে র্যালি আলোচনাসভার মাধ্যমে বিশ^ মানবাধিকার দিবস পালন করা হয়েছে। সোমবার বেলা ৩ঘটিকায় বাংলাদেশ মানবাধিকার কমিশন দিরাইয়ের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে আলোচনাসভায় মিলিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন দিরাই উপজেলা সভাপতি বিশ^জিৎ রায়ের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সবুজ মিয়া, জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক লালন মিয়া, সংগঠনিক সম্পাদক সারোয়ার আহমদ, জুয়েল মিয়া, প্রচার সম্পাদক রাহাত মিয়া রাহাত, দপ্তর সম্পাদক মোশাহিদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক মৃদৃল কান্তি রায় চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অনুকুল রায়, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা বেগম, সমাজ কল্যাণ সম্পাদক মধু দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু জেহাদ বাবলু,নির্বাহী সদস্য সহিদ সরদার, ইউসুফ মিয়া, আবুল কাসেম, আক্কাস মিয়া। এদিকে বেলা ২ঘটিকায় থানা রোডে বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসুচি পালন করেছে ইফনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন দিরাই। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী নুরুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মিয়াজুল হক, অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, নির্বাহী সদস্য হিল্লুল পুরকায়স্থ্য, বদরুজ্জামান, মুস্তাহার আহমদ মুস্তাক প্রমুখ।