একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর- বিশ্বম্ভরপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া ও সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন।
সোমবার বিএনপির চেয়ারপার্সন অ্যাড. ফজলুল হক আছপিয়ার পক্ষে মনোনয়ন ফরম তোলেন দলীয় নেতাকর্মীরা। পরে গতকাল সোমবারই মনোনয়ন ফরম জমা দেয়া হয়।
এই আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সহসভাপতি নাদির আহমদও মনোনয়ন কিনবেন বলে জানা গেছে।