জামালগঞ্জ প্রতিনিধি:
‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবামানবাধিকার’ এই শ্লোগানকে সামনে নিয়ে জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে একটি র্রেলী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । নারী ও শিশু নির্যাতনে সবার আগে প্রাধান্য পাবে ।
উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান। সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভূট্রাচার্জ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনিসর চৌধুরী, ডাঃ প্রিয়াংকা পাল চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিল্লুর রহমান ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালীউল্লাহ্ সরকার প্রমুখ।