হাওর ডেস্ক::
শনিবার (৪ মে) ভোরে উপজেলার বাউশিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জহির (৩০), তার বাবা আলমগীর (৫৫) ও মা রাহেলা বেগম (৫০)। তাদের বাড়ি চাঁদপুর।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, চাঁদপুর থেকে ঢাকায় আসার পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি গজারিয়ার বাউশিয়া ইউনিয়নে পৌঁছালে একটি কাভার্ডভ্যান প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। আহত হয় প্রাইভেটকারে থাকা আরও দুই যাত্রী। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।