স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলায় শ্যামলী বাসের চাপায় রূপবান বিবি (৭২) নামের এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা গেছেন। শনিবার (২৬ মার্চ) বিকাল সাড়ে তিন টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের আল মদিনা জামে মসজিদের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শ্যামলী বাস চালককে বাসসহ আটক করেছে পুলিশ। রূপবান বিবি মাহমুদপুর গ্রামের মৃত জমসেদ আলীর স্ত্রী।
শান্তিগঞ্জ থানার ওসি কাজি মোক্তাদীর জানান, শনিবার বিকেলে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধা। এসময় সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী শ্যামলী বাস ওই বৃদ্ধাকে চাপা দেয়। ঘটনাস্থলেই রুপবান বিবি মারা যান। ক্ষুব্দ জনতার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করে। পরে সুনামগঞ্জ থেকে আরেকটি বাম নিয়ে এসে ঢাকার যাত্রীদের পাঠানো হয় গন্তব্যে।
শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক চালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।