1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

একদিনে মৃত্যুতে রেকর্ড যুক্তরাষ্ট্রে, প্রাণ গেল ২ হাজারের বেশি

  • আপডেট টাইম :: শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ১২.৪৮ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসে একদিনে দুই হাজারের বেশি মানুষের মৃত্যুর রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৩৫ জন মারা গেছেন।
আজ শনিবার ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান থেকে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন পাঁচ লাখের বেশি, যা পৃথিবীতে সর্বোচ্চ।
শিগগিরই ইতালিকে ছাড়িয়ে করোনভাইরাসে বিশ্বব্যাপী সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডটিও মার্কিন যুক্তরাষ্ট্রের হবে বলে ধারণা করা যাচ্ছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শনিবার দুপুর পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা ১৮ হাজার ৮৪৯। আর এর থেকে ১০২ জন কম মারা গেছে যুক্তরাষ্ট্রে, সেদেশে মৃতের সংখ্যা ১৮ হাজার ৭৪৭ জন।
যুক্তরাষ্ট্রের কেবল নিউ ইয়র্ক শহরেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চীনের তুলনায় দ্বিগুণেরও বেশি। নিউ ইয়র্কে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭২ হাজারেরও বেশি। যার মধ্যে প্রাণ হারিয়েছে প্রায় ৮ হাজার মানুষ।
অন্যদিকে, এই ভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্ত হয়েছেন প্রায় ৮২ হাজার। আর প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৩৩৯ জন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!