তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় একাধিক স্থানে অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে মাদক সহ আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
আজ (৪,অক্টোবর) শুক্রবার তাহিরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ আতিকুল রহমানের নেতৃত্বে তাহিরপুর থানা পুলিশ উপজেলা সদর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে খেয়াঘাট হইতে ৫০০ গ্রাম গাজাসহ ১জনকে আটক করে।
একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা এস,আই হুমায়ুন কবিরের নেতৃত্বে উপজেলার আনোয়ারপুর বাজারের রতন মিয়ার দোকানের সামনের রাস্তা হইতে ০৫লিটার দেশীয় চোলাই মদ সহ একজনকে আটক করে
আটক কৃত ব্যাক্তিরা উপজেলার আনোয়ারপুর গ্রামের দিন ইসলামের ছেলে নিজাম উদ্দিন (৪৫) অপর আর একজন সুনামগঞ্জ নবীনগর এলাকার সুবেন্দ্র বর্মন এর ছেলে নিখিল চন্দ্র বর্মন (৫৫)
গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে তাহিরপুর থানা এস,আই হুমায়ুন কবির নিশ্চিত করে বলেন আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।