আরিফ বাদশা:
দেশের একমাত্র টিভি রিয়েলিটি শো এনটিভির হা Show সিজন-৫ এ সুযোগ পেলো সুনামগঞ্জের দুই কমিডিয়ান।
তাদের একজন হলেন- জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের মৃত মোঃ নুরুল হকের ছেলে মাহবুবুল হক শান্ত।
শান্ত ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইন্জিনিয়ারিং পড়ছে।
অন্যজন সুনামগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপুরের বাসিন্দা মোঃ আব্দুল কদ্দুসের ছেলে ফাহমিদুর রহমান পান্না।
পান্না মদন মহন কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক শেষ বর্ষে পড়ছে।
জানা যায় গত ১১ সেপ্টেম্বর রংপুর শিল্পকলা একাডেমিতে হা Show সিজন-৫ এর অডিশনে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত হয় দুজন।
আগামী ২ অক্টোবর থেকে এনটিভির পর্দায় কমেডি প্রতিযোগিতায় সুনামগঞ্জের প্রতিনিধি হয়ে লড়বে তারা।
সুনামগঞ্জ কমেডি ক্লাবের সভাপতি ফাহমিদুর রহমান পান্না এবং মাহবুবুল হক শান্ত সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্বে আছে।
তারা দুজনেই সবার কাছে দোয়া প্রত্যাশী।