বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে আবারও একই সঙ্গে ব্রজপাতে বাবা ও ছেলে প্রাণ হারিয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় তাহিরপুর উপজেলার কানামইয়া হাওরে মাছ ধারর সময় নৌকায় বজ্রপাতে ঘটনাস্থলেই বাবা হারিদুল মিয়া (৪২) ও পুত্র তারা মিয়া (১২) মারা যান। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাড়ি মানিকটিলা গ্রামে।
উল্লেখ্য এর আগে গত ১০ জুলাই জামালগঞ্জ উপজেলায় স্কুল থেকে প্রিয় সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে হেলিপ্যাড মাটে বজ্রাঘাতে মারা যান বাবা সাবিতুল ও পুত্র অন্তর।
তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল বলেন, বিস্তৃত বর্ষা ও বন্যার কারণে অনন্য সুন্দর হাওর এখন বজ্রপাত আতঙ্কে আছে। আজ তাহিরপুরে একই সঙ্গে মর্মান্তিকভাবে বাবা ও ছেলে মারা গেছেন। আমরা তাদের সহযোগিতা করেছি উপজেলা প্রশাসন থেকে। আমরা আশঙ্কা করছি হাওরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে। কারণ এই বন্যায় ঝূকি নিয়ে তারা স্কুলে যাচ্ছেন হাওরপাড়ি দিয়ে। যে কোন সময় আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। তিনি বিশেষ বিবেচনায় এই দুর্যোগকালীন সময়ে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার আহ্বান জানান।