1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

দিরাই হাওরে পানির পচা গ্যাস দূরীকরণে পানিতে জিওলাইট ও গ্যাসোলিন নিক্ষেপ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭, ২.২২ পিএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
দিরাই উপজেলার বিভিন্ন হাওরে উপজেলা প্রশাসনের উদ্যেগে পানির পচা গ্যাস দুরীকরণে জিওলাইট ও গ্যাসোলিন ছিটানো হয়েছে। বুধবার দুপরে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অধিদপ্তর এ উদ্যেগে উপজেলার উদখল হাওর, উদখল বিল হাতনি বিল,জুরী পানজেরী, সরমংগলের জালিয়া বিলসহ বিভিন্ন হাওরেপ্রায় পানির পচা গ্যাস দুর করতে এবং মাছের নিরাপদ অভয়াশ্রম ঠিকিয়ে রাখতে প্রায় ২ হাজার কেজি জিওলাইট ও গ্যাসোলিন ছিটানো হয়। এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহি অফিসার তৌহিদুজ্জামন পাভেল উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা শরিফুল আলম, উপজেলা মৎস কর্মকর্তা মাসুদ জামান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছবি আক্তার প্রমুখ।
উল্লেখ্য গত কয়েকদিন ধরে দিরাই উপজেলা বিভিন্ন হাওরে তলিয়ে যাওয়া ধান পচে দুষিত হয়েছে পানি আর পাড়ে ভেসে উঠছে মাছ, এদিকে পানিতে পচা দূর্গোন্ধ ছড়াচ্ছে পুরো হাওর এলাকায়। পচা দূর্গোন্ধে হাওরপাড়ের মানুষে শ্বাস-প্রশ্বাসেও কষ্ট হচ্ছে। এই দূষণের প্রতিক্রিয়া হাওরের মাছ মরে ভেসে উঠছে পানিতে।
দিরাই উপজেলা মৎস কর্মকর্তা মাসুদ জামান খান বলেন, হাওরের পানির নিচে ব্যাপক পরিমাণে ধানগাছ পচে এমোনিয়া নামের এক প্রকার ক্ষতিকর গ্যাসের সৃষ্টি হয়েছে। এর প্রতিক্রিয়া ছোট-বড় মাছ মরে ভেসে উঠছে। আমরা এ গ্যাস কমাতে বিভিন্ন হাওর ও বিলে জিওলাইট ও গ্যাসোলিন প্রদান করছি যাতে পানিতে এ গ্যাসের পরিমান কমে আসে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!