হাওর ডেস্ক ::
আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ভোট গ্রহণের আগ থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টা সারাদেশে প্রায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোটর সাইকেল চলাচল বন্ধ থাকবে এই চার দিন।
তবে নির্বাচনের সংবাদ সংগগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জরুরি কাজে ব্যবহৃত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে সড়ক বিভাগ জানিয়েছে।
গতকাল রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে ভোটগ্রহণের সময়ে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এতে বলা হয়, ২৯ ডিসেম্বর (শনিবার) দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর রোববার) দিবাগত মধ্যরাত পর্যন্ত সড়কপথে ১০ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এগুলো হচ্ছে বেবি ট্যাক্সি-অটোরিকশা-ইজি বাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, ইজিবাইক ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন যন্ত্রচালিত যানবাহক।
এছাড়া এতে আরো বলা হয়, আগামী ২৮ ডিসেম্বর (শুক্রবার) দিবাগত রাত ১২টা থেকে ১ জানুয়ারি (মঙ্গলবার) মধ্য রাত পর্যন্ত মোটর সাইকেলের উপর নিষেধাজ্ঞার কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ নিষেধাজ্ঞা রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের নির্বাচনী এজেন্ট, দেশি বা বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিল থাকবে।