1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত জানিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট! বান্দরবানের বাকলাইতে পাওয়া গেল দুই ‘কেএনএফ’ সদস্যের মরদেহ সড়ক দুর্ঘটনায় সিলেটে নিহত ৩ ভারতের দ্বিতীয় দফা নির্বাচনে ৮৮ আসনে ভোটগ্রহণ শুরু প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে :প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দেশের যে যে বিভাগ গুলোতে টানা ৩ দিন ঝড়বৃষ্টি হতে পাড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুড়তে গিয়ে এক পর্যটকের মৃত্যু রোববার থেকে খোলা হতে পাড়ে শিক্ষাপ্রতিষ্ঠান এ বিষয়ে যা জানাল মন্ত্রণালয় সিলেটের মাঠে ভারতকে হারাতে প্রস্তুত বাঘিনীরা মে মাসের প্রথম সপ্তাহে অতি বৃষ্টিপাতে সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা

দিরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮, ৭.০৬ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি ঃ-
সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনের সাবেক সাংসদ নাসির উদ্দিন চৌধুরী বলেছেন, দেশের ছাত্র সমাজ আজ জেগে উঠছে। শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে দাবি আদায়ে আন্দোলনের বিকল্প নেই। নিরাপদ সড়কের দাবি, কোটা প্রথা সংস্কারসহ অনিয়ম-দূর্ণীতির বিরুদ্ধে তারা রাস্তায় নেমে এসেছে। কিন্তু কোমলমতি শিক্ষার্থীদের উপর সরকার পুলিশ বাহিনী দিয়ে যেভাবে নির্যাতন করেছে, তাতে দেশের মানুষ ব্যাথিত হয়েছে। বিশ^বাসী ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন ব্যাক্ত করেছে। ক্ষমতার লোভে অন্ধ আওয়ামীলীগ সরকার ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে দমন-পিড়নের মাধ্যমে স্তব্দ করে দিতে চাচ্ছে। আমি বিশ^াস করি যে দেশে শিক্ষার্থীরা প্রতিবাদ করতে জানে সে দেশে অনিয়ম চলতে পারে না। সে দেশে গণতন্ত্রের নামে লুটপাট চলতে পারে না। মানুষের ভোটাধিকার হরণ হতে পারে না। আজকের শিক্ষার্থীরা সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে।
বৃহস্পতিবার বেলা ২টায় দিরাই উপজেলার কুলঞ্জ উচ্চ বিদ্যালয় হলে কুলঞ্জ স্টুডেন্ট ইউনিয়ন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ভাটির আলো’র (বিশেষ প্রকাশনা) মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক এই প্রগতিশীল ছাত্রনেতা বলেন, ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে শিক্ষার্থীরাই। আজকের শিক্ষার্থীরাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে। সারা দেশের মধ্যে ভাটি অঞ্চলের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে শৈশব থেকেই সংগ্রামে অভ্যস্ত। প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে যারা বেড়ে উঠে তারা পরাজিত হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
মাহবুব আলম চৌধুরী মারুফের সভাপতিত্বে ও মুরাদ চৌধুরী এবং আল আমিন চৌধুরীর যৌথ পরিচালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ভাটির আলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক মানবজমিনের ক্রাইম রিপোর্টার রুদ্র মিজান, কুলঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সহ-সভাপতি সেলিম চৌধুরী, যুবনেতা মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সংগঠক আনোয়ার চৌধুরী, সাহিত্যিক জনি হাসান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাটির আলো’র সম্পাদক খাইরুজ্জামান চৌধুরী সুজন। বক্তব্য রাখেন, শাহজাহান চৌধুরী, নাগরিক জোট সিলেটের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সমির চৌধুরী, রাজিব চৌধুরী, মামুন চৌধুরী, ইসহাক চৌধুরী, মহিম তালুকদার, আরহাম চৌধুরী, তাওহিদ চৌধুরী প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!