1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় মবসন্ত্রাসে মা ও ছেলে মেয়েকে হত্যার ঘটনায় মামলা, আটক ২ মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় কঠোর পদক্ষেপ: মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিবে সরকার সুনামগঞ্জ সদর হাসপাতাল: সিন্ডিকেট ভেঙে সেবাকেন্দ্রিক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।। ইকবাল কাগজী সিলেটে পাথর কোয়ারি খোলার দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি, একাত্মতা প্রকাশ ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ধ্রুব এষ পেলেন ব্র্যাক—সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩ হাওরে নয়া পানি বাস সংকট সমাধানের জন্য ৮দিনের আল্টিমেটাম সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিএনপি সংবিধান রক্ষার পক্ষে, ছুড়ে ফেলার বিপক্ষে: রুহুল কবির রিজভী সরকারের কঠোর অবস্থানের কারণে আতঙ্কে এনবিআর কর্মীরা তারেক রহমান দেশে ফিরে জনগণের দিশারী হয়ে দেখা দিবেন: কামরুল

একজন প্রধানমন্ত্রী শেখ মুজিব যিনি জনগণের ভাই হতে পেরেছিলেন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮, ৮.৩৪ এএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
সাদা একটি এনভেলপ। ডানে ওপরের দিকে দুইটি ৫ পয়সার স্ট্যাম্প, এর নিচে ১০ পয়সার আরেকটি স্ট্যাম্প। এনভেলপের মুখটা একটু এবড়ো-থেবড়োভাবে ছেঁড়া।

ধবধবে সাদা এনভেলপের ওপরে নীল কালিতে লেখা,

‘জনাব,

শেখ মুজিব ভাই

প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ-ঢাকা’

নীল কালিতে লেখা এই সাদা এনভেলপের ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ‘বাঙালীয়ানা’ নামের একটি ফেসবুক পেজ এই এনভেলপের ছবিটি পোস্ট করেছে আজ বুধবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে।

ছবিটির ক্যাপশনে ‘বাঙালীয়ানা’ লিখেছে, ‘একজনই প্রধানমন্ত্রী ছিলেন, যিনি ভাই হতে পেরেছিলেন।’ তবে ছবিটি কে লিখেছিলেন, কবে লিখেছিলেন— তার কোনো তথ্য জানাতে পারেনি ফেসবুক গ্রুপটি।

গতকাল ১৫ আগস্ট ছিলো, জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় শোক দিবস উপলক্ষে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি জাতীয়ভাবে পালন করা হচ্ছে।

এর আগে, বুধবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করতে অনেকেই আবার বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

তাদের হাত ধরেই নীল কালিতে লেখা এই এনভেলপটি ছড়িয়ে পড়েছে ফেসবুকজুড়ে। সেখানে শেয়ারকারীরা লিখেছেন, একজন মানুষকে কত ভালোবাসলে দেশের প্রধানমন্ত্রীকে ভাই বলে সম্বোধন করা যায়। একজনই প্রধানমন্ত্রী ছিলেন, যিনি ভাই হতে পেরেছিলেন।

সাংবাদিক শেরিফ আল সায়ার ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘একজন নেতাকে কত ভালোবাসলে মানুষ দেশের প্রধানমন্ত্রীকে লিখতে পারেন— শেখ ‍মুজিব ভাই।’

আবিদ অর্ণব ছবিটি শেয়ার করে একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন— ‘ভাই! এমন কেউ কি আসবে আর কোনোদিন?’

বাঙালি জীবনে আর কেউ এমন করে আসবে না, তেমন মনে করেন নাসিফ আনোয়ার। তিনি লিখেছেন, ‘শেষ উনিই ছিলেন, সবচেয়ে কাছাকাছি, ভাই-এর মতো।’

ফাহমিদ তাপসি লিখেছেন, ‘হৃদয়ে স্থান পাওয়ার জন্য অনেক কিছু করার প্রয়োজন নেই।

শ্রদ্ধা জাতির পিতার প্রাপ্য।’

একই কথা লিখেছেন সাংবাদিক ফাতেমা আবেদিন নাজলাও। তিনি এনভেলপের পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘একটা দেশ ছিল, যে দেশে প্রধানমন্ত্রীকে ভাই বলা যেত।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঘাতকরা বঙ্গবন্ধু ছাড়াও তার স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরকে হত্যা করে। সেই রাতেই নিহত হন বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকট আত্মীয় শহীদ সেরনিয়াবাত ও রিন্টু। ধানমন্ডির বাড়িতে পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক সিদ্দিকুর রহমান ও নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিলকেও গুলি চালিয়ে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় সে সময় প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধুকে জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় দাফন করা হলেও পরিবারের অন্য সদস্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।-সূত্র: সারাবাংলা

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!