অনলাইন ::
প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা পেতে শুরু করেছেন গ্রাহকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল অপারেটরগুলোর একাধিক কর্মকর্তা জানান, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনা মোতাবেক সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে ইন্টারনেট গতি স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। কিছু সময়ের মধ্যেই গ্রাহকরা আগের মত গতি পাবেন ইন্টারনেটে।
ফেইসবুকে গুজব ছড়ানোর মাধ্যমে ঢাকার ধানমণ্ডিতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা এবং আওয়ামী লীগ কর্মী ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের পর শনিবার বার সন্ধ্যার পর মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ করে দেওয়া হয়
মোবাইল অপারেটরগুলোর কর্মকর্তা তখন জানিয়েছিলেন, ইন্টারনেটের গতি ১২৮ কেবিপিএসে নামানোর ‘নির্দেশনা দেওয়া হয়েছে’ তাদের।
তবে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ইন্টারনেট ঠিকই আছে।”
কোনো নির্দেশনা নয় কারিগরি ক্রটির কারণেই মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে বলে রোববার দুপুরে দাবি করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পারিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান রোববার বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন,“কারিগরি ত্রুটির কারণে সারা দেশে মোবাইল ইন্টারনেটে সমস্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ গ্রাহকদের এ সমস্যা সমাধান করতে কাজ করছে।”