অনলাইন ডেক্স:
ফলাফল ঘোষণায় ভোটের হিসেবে কেউ কাউকে ছাড় দিচ্ছিলেন না। এক কেন্দ্রে আরিফ এগিয়ে তো আরেক কেন্দ্রে কামরান এগিয়ে। এমন হাড্ডাহাড্ডি লড়াই শেষে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছেন বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। তবে তার আগে আছে অন্য হিসেব। যদিও হিসেবটা একেবারে গৌণ হয়ে আছে।
সর্বশেষ ঘোষিত ফলাফল অনুযায়ী ১৩২ কেন্দ্রের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।
এদিকে মোট ১৩৪ কেন্দ্রের মধ্যে বিশৃঙ্খলার জন্য দুই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ওই দুই কেন্দ্রের মোট ভোট ৪৭৮৭। ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে থাকা আরিফকে হারাতে হলে ওই দুই কেন্দ্র সব ভোট কাস্ট হতে হবে এবং কামরানকেও পেতে হবে সব ভোটই। বাস্তবতার বিচারে ওই দুই কেন্দ্রের ভোট তাই এখন আনুষ্ঠানিকতা মাত্র।
বিকাল ৪ টার ঘণ্টা খানেক পর থেকে ভোটের হিসেবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে চলে ফলাফল ঘোষণা। এ ফলাফলে যেন তর সইছিলো না কারো। এ অবস্থায় রাত ১১ টার দিকে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে ১১১ টি কেন্দ্রের ফলাফল ঘোষণার পর আরিফ কিছুটা এগিয়ে গেলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ফলাফলের ঘোষণার উপর আপত্তি জানান।
মিসবাহ সিরাজের আপত্তির মুখে ফলাফল ঘোষণা কিছু সময়ের জন্য স্থগিত রাখেন- সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান। তবে আপত্তি দিয়ে মিসবাহ সিরাজ চলে গেলে বাকী কেন্দ্রের ফলাফল ঘোষণা করা শেষ করেন এই কর্মকর্তা।