স্টাফ রিপোর্টার::
কেন্দীয় কর্মসূচীর অংশ হিেসবে বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ কর্মসূচী পালন করে। রবিবার সকাল সাড়ে ১১ টায় বিক্ষোভ মিছিলটি সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন থেকে শুরু করে কামারখালি ব্রীজে যাওয়া মাত্রই পুলিশ বাধাঁ দেয়। পরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান,আকবর আলী,সেলিম উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, যুগ্ম সম্পাদক মো নুর হোসেন,সোয়েব আহমদ, নাসিম উদ্দীন লালা, মোনাজ্জির হোসেন সুজন,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুবদল নেতা মমিনুল হক কালাচাঁন,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ,যুগ্ম সম্পাদক আবুল কাসেম দুলু,মাসুক আহমেদ,সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহাদ জুয়েল ও স্বেচ্ছাসেবকদল নেতা মো শাহজাহান মিয়া,মাহমুদুর রহমান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন,জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দীন,সাংগঠনিক সম্পাদক হাবিব মিয়া সহ জেলা বিএনপি,যুবদল,ছাত্রদল ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।