1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিগ্রই সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারের নির্মাণকাজ শুরু হবে: নূরুল হুদা মুকুট

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ১.০১ পিএম
  • ১০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার বিকেলে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
সভায় উপস্থিত সুধীজনদের অনুরোধে নূরুল হুদা মুকুট শিল্পকলা একাডেমি সংলগ্ন জেলা পরিষদের মালিকানাধীন নিচু ভূমিটি ভরাট করে এখানে শহিদ মিনার নির্মাণের দাবি জানান। সুধীজনদের দাবির প্রেক্ষিতে জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট স্থানটি ভরাট করে অবিলম্বে শহিদ মিনার নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন। মতবিনিময় সভায় এডভোকেট সালেহ আহমদ পুরাতন কেন্দ্রীয় শহিদ মিনার সংস্কারের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি সংস্কারের জন্য উদ্যোগ নিবেন বলে জানিয়েছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আতম সালেহ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, কমরেড শীলা রায়, আওয়ামী লীগ নেতা দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, সিরাজুর রহমান সিরাজ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!